Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০১৫

প্রাক-প্রাথমিক শিক্ষা

প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা

শিক্ষা কার্যক্রমকে সুনির্দিষ্ট এবং বাসত্মবভিত্তিক করতে এবং বিকাশের তত্ত্বীয় ধারণাকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে আসতেই প্রত্যাশিত ফলাফলসমূহ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের প্রাক-প্রাথমিক শিক্ষার বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে  নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো-

প্রাক পঠন ও লিখন

  1. শুদ্ধ উচ্চারণে কথোপকথন, নিজের নাম, ব্যক্তিগত পরিচয় বলতে পারবে।
  2. শরীরের বিভিন্ন অঙ্গঁ প্রত্যঙ্গেঁর নাম বলতে ও চিনতে পারবে।
  3. জাতীয় ফুল ফল, পশু, পাখি, দর্শনীয় স্থানের নাম ও অন্যান্য বিভিন্ন উপকরণের নাম ছবি দেখে বলতে পারবে।
  4. জাতীয় সংগীত গাইতে পারবে।
  5. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
  6. ইংরেজি বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
  7. শিশুদের উপযোগী বিভিন্ন ছড়া আবৃত্তি করতে ও গান গাইতে পারবে।
  8. দুটি বাংলা বর্ণ নিয়ে গঠিত শব্দ সমূহ পড়তে ও লিখতে পারবে।
  9.  বাংলা বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।
  10. কার বা স্বরচিহ্নগুলো বলতে ও লিখতে পারবে।

প্রাক গণিত

  1. ছবি দেখে বিভিন্ন বিষয় যেমন- ছোট-বড়, কম-বেশি, লম্বা-খাটো, মোটা-চিকন, ভিতর-বাহির, উপর-নিচ, সামনে-পেছনে, কাছে-দূরে, উচু-নীচু, হালকা-ভারী ইত্যাদি সম্পর্কে বলতে পারবে।
  2. ০-৫০ পর্যমত্ম সংখ্যাগুলো গণনা, চিনতে, পড়তে ও লিখতে পারবে।
  3. একই ধরনের বস্ত্ত বা জিনিস শ্রেণী অনুযায়ী সাজানো এবং এক ধরনের নয়, এমন বসত্ম বা জিনিস আলাদা করতে পারেবে।
  4. ০১-৩০ পর্যমত্ম সংখ্যাগুলো বানান করে পড়তে পারবে।
  5. বাংলাদেশী মুদ্রা ও টাকা চিনতে পারবে।
  6. 01-10 পর্যমত্ম বলতে ও লিখতে পারবে।
  7. বাংলা ও ইংরেজি সাত দিনের নাম বলতে পারবে।
  8. বাংলা ও ইংরেজি বার মাসের নাম বলতে পারবে।

 নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা

  1. আলস্নাহ তায়ালা যে সর্বশক্তিমান ও সৃষ্টিকর্তা তা বলতে পারবে।
  2. ওজু, গোসল, পাক-পবিত্রতা, নামায সম্পর্কে জানবে ও নামাযের কিভাবে পড়তে হয় তা দেখাতে পারবে।
  3. পিতামাতা এবং মুরম্নবীদের শ্রদ্ধা ও ভক্তি করতে পারবে।
  4. সত্য মিথ্যা সম্পর্কে বলতে পারবে।
  5. ভালো মন্দ আলাদা করতে পারবে।
  6. মসজিদ ও কেবলা সম্পর্কে জানবে এবং কয়েকটি মসজিদের নাম বলতে পারবে।
  7. আরবী হরফ/বর্ণমালাগুলো শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারবে।
  8. শিশুদের উপযোগী  ছোট ছোট বিভিন্ন দোয়া আবৃত্তি করতে পারবে।
  9. আরবী বর্ণ নিয়ে গঠিত ছোট ছোট শব্দ পড়তে ও লিখতে পারবে।
  10.  আরবী বর্ণ দিয়ে গঠিত বিভিন্ন ছড়া বলতে পারবে।

 চারু ও কারুকাজ (চিত্রাঙ্কন সহ)

      ১ . বস্নক, মাটি, পাতা, বিচি, কাগজ, কাঠি ইত্যাদি ব্যবহার করে নিজের ইচ্ছায় বিভিন্ন বস্ত্ত, খেলনা, খেলার সামগ্রী তৈরী করার মধ্য দিয়ে সৃজনশীলতা দেখাতে পারবে।

      ২. মৌলিক রং সম্পর্কে ধারণা লাভ করবে এবং রং চিনবে, ইচ্ছেমত বা উন্মুক্ত ছবি অাঁকা অনুশীলনের পাশাপাশি নির্ধারিত বিষয়ে এবং প্যাটার্ণ ব্যবহার করে ছবি অাঁকতে পারবে।

ক্রীড়া ও শরীরচর্চা

পেশী সঞ্চালনের দক্ষতা ও মসিত্মস্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা এবং শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষে শিশুরা  নিয়মিত বিভিন্ন ধরনের শরীরচর্চা করতে পারবে । 

জাতীয় সংগীত ও দৈনিক সমাবেশ

কেন্দ্রে সকল শিক্ষার্থীগণ দৈনিক সমাবেশে মিলিত হয়ে শিক্ষকের সহায়তায় পবিত্র কুরআন শরীফ থেকে ছোট ছোট সূরা তিলাওয়াত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য পাঠ ও জাতীয় সংগীত সমস্বরে গাইতে পারবে ।     

ছড়া ও গল্প

শিশুরা সাবলীল বাচনভঙ্গী ও শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আনন্দময়  ও প্রাণবমত্ম বিভিন্ন ধরণের শিশুতোষ ছড়া,গল্প কবিতা ইত্যাদি শিখতে ও বলতে পারবে যা শিক্ষার্থীদেরকে পাঠের প্রতি আরও আগ্রহী  করে তুলবে ।

সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য

প্রাক-প্রাথমিক সত্মরের শিক্ষার্থীরা ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক পরিবেশ ও স্বাস্থ্যের নানাবিধ দিক সম্পর্কে জানবে ও বলতে পারবে ।