ইসলামিক ফাউন্ডেশন প্রেস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন-এর সকল প্রকার মুদ্রণ কাজের জন্য প্রতিষ্ঠা-লগ্ন থেকে ইসলামিক ফাউন্ডেশন প্রেস একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। ইসলামের প্রচার প্রসারের অন্যতম মাধ্যম হচ্ছে ইসলামী বই ও পত্র-পত্রিকা। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ইসলামী পুস্তক, পত্র-পত্রিকা ও সাময়িকী প্রকাশনার জন্য ইসলামী ফাউন্ডেশন-এর নিজস্ব একটি ছাপাখানা স্থাপন করা হয়েছে। ইসলামীক ফাউন্ডেশনের নিজস্ব মুদ্রণকাজের পাশাপাশি সরকারী, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত অন্যান্য প্রতিষ্ঠানের মুদ্রণকাজও নির্ধারিত রেটে সম্পাদন করা হয়।২০১০ সালে ১৭.৫১ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নস করা হয়েছে। ছাপাখানায় অত্যন্ত মুদ্রণমেশিন সংযোজিত হওয়ায় প্রেসের উৎপাদন ক্ষমতা বহুগুনে বৃদ্ধি পেয়েছে।উৎপাদন গতিশীলতা বৃদ্ধিতে প্রেসের উল্লেখযোগ্য প্রি-প্রেস মেশিন, মুদ্রণ মেশিন এবং পোস্ট প্রেস মেশিনারী স্থাপন করে ইসলামিক ফাউন্ডেশন প্রেসকে একটি অত্যাধুনিক প্রেসে রূপান্তর করা হয়েছে। উল্লেখ্য যে, ইসলামিক ফাউন্ডেশন প্রেস বর্তমানে সম্পূর্ণ ইন হাউস অর্থাৎ সমস্ত প্রিপ্রেস এবং পোস্ট প্রেস কাজগুলো স্বয়ংসম্পূর্ণভাবে নিজেরাই সুচারচরূপে সম্পন্ন করতে পারছে। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রম প্রকল্প, দারুল আরকামসহ বিভিন্ন বিভাগের বই-পুস্তক মুদ্রণ ও বাঁধাইয়ের কার্যক্রম হওয়ায় সম্প্রসারিত হওয়ায় কাজের পরিধি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রেসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুমোদনের উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে। এ নতুন প্রকল্প বাস্তবায়ন করে প্রেসকে অত্যাধুনিক করা হলে ইসলামিক ফাউন্ডেশন প্রেস প্রকাশনার ক্ষেত্রে উল্ল্যখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে।
ইসলামিক ফাউন্ডেশন প্রেস পরিচালনের জন্য একজন পরিচালকের নেতৃত্বে প্রেসে ৫জন কর্মকর্তা ২জন ইঞ্জিনিয়ির এবং প্রায় ১০০ জন কর্মচারী রয়েছে। প্রেসটি বর্তমানে লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।