ল’এন্ড এস্টেট শাখা
ল’ এন্ড এস্টেট বিভাগ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের ৩য় তলায় অবস্থিত। এ বিভাগের কার্যক্রমের মধ্যে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও মার্কেটের সম্পত্তি, বায়তুল মোকাররম মসজিদ-এর নামে দানকৃত টিপু সুলতান রোডের বাড়ীর সম্পত্তি, চট্রগ্রামস্থ আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ ও মার্কেট কমপ্লেক্সের সম্পত্তি, চট্রগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমী, জেলা ও বিভাগীয় কার্যালয়ের সকল সম্পত্তি, ইসলামিক মিশন বিভাগের আওতাধীন সকল কেন্দ্রের সম্পত্তি, রাজশাহী হেতেম খাঁ জামে মসজিদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর আওতাধীন সকল প্রশিক্ষণ কেন্দ্রের সম্পত্তিসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য সংরক্ষণ, সময়ে সময়ে হালনাগাদকরণ, রক্ষণাবেক্ষণ এবং এতদবিষয়ে উদ্ভুত সকল মামলা পরিচালনা ও নিষ্পত্তি প্রয়োজনীয় কার্যক্রম এ বিভাগের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ, জেলা কার্যালয়ের উদ্ভুত আইনগত বিষয়ে পরামর্শ, মতামত প্রদান, বিভিন্নস্তরের কর্মকর্তা/কর্মচারীদের চাকুরী সংক্রান্ত বিষয়ে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন, আপীলেট ডিভিশন, জর্জ কোর্ট, শ্রম আদালতসহ বিভিন্ন কোর্টে দায়েরকৃত এবং চলমান সকল মামলা পরিচালনা ও নিষ্পত্তিকরণের যাবতীয় কার্যক্রম এ বিভাগের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। অত্র বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য একজন বিজ্ঞ আইন উপদেষ্টা (সিনিয়র জেলা ও দায়রা জজ), একজন পরিচালক, একজন সহকারী পরিচালক ও ২ জন আইন সহকারী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।