সমন্বয় বিভাগ
সমন্বয় বিভাগ ইসলামিক ফাউন্ডেশন-এর আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ। সমন্বয় বিভাগের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের বিশেষ করে বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহের সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় সাধন ও পর্যালোচনা করা হয়। তাছাড়া, এ বিভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং দায়িত্বসমূহ হলোঃ
বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য বাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তদানুযায়ী বাজেট বরাদ্দের প্রস্তাব প্রণয়ন, বিভাগীয় ও জেলা কার্যালয় মনিটরিং করা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নির্দেশিত সকল কার্যক্রম বাস্তবায়ন ও তথ্যাদি সংগ্রহ করা, গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ এবং প্রতিকার সংক্রান্ত বিভাগীয় ও জেলা কার্যালয়ের কার্যক্রম বাস্তবায়ন তদারকি ও মূল্যায়ন করা, জাতীয় ও ধর্মীয় দিবসসমূহ যেমন, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে অনুষ্ঠান বাস্তবায়ন, তদারকি ও মনিটরিং করা, কেন্দ্রীয় সমন্বয় সভা এবং মাসিক সমন্বয় সভা আহবান ও বাস্তবায়ন করা, বিভাগীয়, জেলা ও মিশন কার্যালয়সমূহ থেকে চাঁদ দেখার সংবাদ প্রেরণ করা, জাতীয় পর্যায়ে শিশু-কিশোর প্রতিযোগিতা বাস্তবায়ন করা, জেলা কার্যালয়ের জন্য ভবন নির্মাণ/জমি ক্রয়/এতদসংক্রান্ত মামলা-মোকদ্দমা তদারকি করা। পবিত্র রমযান মাসে অফিসসমূহের মাধ্যমে মাঠ পর্যায়ের আলোচনা সভা, তাফসীর মাহফিল, ইফতার মাহফিল, ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে দেশব্যাপী হেফজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ২২শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন। সামাজিক ইস্যু, জাতীয় সমস্যা সমাধানে ইমাম, ওলামা-মাশায়েখগণের মাধ্যমে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টি বিষয়ক সভা-সমাবেশ ও মহাসমাবেশের আয়োজন, মাযার শরীফ ও খানকাহ্-এর তত্ত্বাবধায়কগণের সমন্বয়ে প্রত্যেক উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সম্মেলন বাস্তবায়ন করা। বিভিন্ন সময়ে দেশের স্বার্থে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সভা-সেমিনার আয়োজন, দেশের আলেম-ওলামাগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সম্মেলন বাস্তবায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম বাস্তবায়ন, সরকারের ধর্মীয় বিষয়ে সৃজিত যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন ও সহযোগিতা প্রদান, হাজী ও যাকাত সংগ্রহে সহযোগিতা করা। ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন, তদারকি ও ফলোআপ করা। পরিচালক, সমন্বয় এই বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।