Wellcome to National Portal
  • banner4
  • 2021-03-03-13-12-9b374c33b9b00fa392f44c1f3ebc3d16
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ ডিসেম্বর ২০২৪

মহাপরিচালক মহোদয়ের সংক্ষিপ্ত জীবনী

2024-12-29-07-57-c15f002d087d6efb727f1d024fde74d2

মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ)

ইসলামিক ফাউন্ডেশন  

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন আঃ ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)। গত ১৮ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ খুলনা এর সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম (অতিরিক্ত সচিব) এর স্থলাভিষিক্ত হলেন। মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন।

         সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান ১৮তম বিসিএস এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ খুলনা এর সিনিয়র জেলা ও দায়রা জজ  হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সেখান থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন।  এছাড়া মুর্শিদাবাদের সারুলিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতাহ সম্পন্ন করেন। তিনি চাকুরীজীবনে সহকারী জজ হিসেবে ফরিদপুর জেলা থেকে কর্মজীবন শুরু করেন। এছাড়া নোয়াখালী, নড়াইল, যশোর, বাগেরহাট, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩  এর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকুরিজীবনে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

          আঃ ছালাম খান  রাষ্ট্রীয় কাজে সৌদি আরব, ভারত, কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। তারঁ নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা  সন্তানের জনক। 
তাঁর স্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেছেন।