প্রকাশনা বিভাগ
ইসলামের প্রচার-প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন-এর সৃষ্টি, আর প্রকাশনা বিভাগের মাধ্যমেই উক্ত লক্ষ্য ও উদ্দেশ্যের অনেকটাই বাস্তবায়ন করা হয়। ইসলামের মৌলিক বিষয়াবলি, আল-কুরআনুল কারীম ও কুরআন সম্পর্কিত, মহানবী (সা)-এর সীরাত ও হাদীস সম্পর্কিত, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য, ইসলামের আইন, তাফসীর, হাদীস, দর্শন, মুসলিম মনীষীদের জীবনী, ইসলামী অর্থনীতি, নারী মনীষীদের জীবনী, যৌতুক, মানবাধিকার ও শিশু-কিশোর উপযোগী চরিত্র গঠনমূলক সাহিত্য ইত্যাদি বিষয়ে পুস্তক মুদ্রণ, পুণঃমুদ্রণের মাধ্যমে ইসলামী আদর্শ, মূল্যবোধ ও শিক্ষার প্রচার ও প্রসারের মতো গুরুত্বপূর্ণ কাজ এ বিভাগের মাধ্যমে হয়ে থাকে। এ উদ্দেশ্যে প্রকাশনা বিভাগ এ পর্যন্ত প্রায় চার হাজারের মতো শিরোনামের পুস্তক প্রকাশ করেছে। সেই সঙ্গে এই বিভাগ থেকে 'সবুজ পাতা' নামে একটি শিশু-কিশোর মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ হয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পুস্তকের চাহিদা বৃদ্ধির সাথে সাথে পূনমুদ্রণের হারও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কুরআনুল কারীমের বাংলা অনুবাদের ৫০তম সংস্করণ মুদ্রিত হয়েছে। তাফসীর, সীরাত, জীবনীগ্রন্থ, ইসলামের ইতিহাস-ঐতিহ্য ও শিশুতোষ গ্রন্থগুলো ২ থেকে ২০ বার পর্যন্ত এই বিভাগ থেকে পূনর্মুদ্রণ হয়েছে। ছোটদের মাসিক 'সবুজ পাতা' শীর্ষক পত্রিকাও এ বিভাগ থেকে প্রতি মাসে এ বিভাগ থেকে নিয়োমিত প্রকাশিত হয়।
প্রকাশিত যাবতীয় পুস্তক ও পত্রিকা আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মুকাররমসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রয় করাও এ বিভাগের দায়িত্ব। প্রকাশিত পুস্তকের স্টোর ব্যবস্থাপনার কাজও এ বিভাগ করে থাকে। পরিচালক, প্রকাশনা এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম-২য় পর্যায়
ইসলামের মৌলিক বিষয় তথা আল-কুরআন ও কুরআন সম্পর্কিত তাফসীর ও হাদীস, হাদীস সম্পর্কিত, মহানবী (সা)-এর সীরাত, আল-কুরআন বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ, ইসলামী সাহিত্য-সংস্কৃতিক, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, দর্শন, আইন ও বিচার, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের চলমান প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল এবং অধিক চাহিদা সম্পন্ন পুস্তক প্রকাশ এবং পুনর্মুদ্রণের লক্ষ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরের এপ্রিল ১৬ থেকে ২০১৮-১৯ অর্থ বছরের মার্চ, ১৯ পর্যন্ত মেয়াদে ২৩০০.০০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে প্রকল্পটির মেয়াদ ১ বছর বৃদ্ধি করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বছরের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিম্নরূপঃ ১. ইসলামের মৌলিক বিষয়ে ১৯৯টি শিরোনামের পুস্তক প্রকাশ ও পুনর্মুদ্রণ করা। ২. বিভিন্ন ভাষা থেকে কুরআন, তাফসীর ও হাদীস বিষয়ে ৯টি শিরোনামের পুস্তক বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ ও পুন্মুদ্রণ করা। ৩. পবিত্র কুরআন, হাদীসের আলোকে ইসলামী মূল্যবোধ, ইসলামী সাহিত্য-সাংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, দর্শন, আইন ও বিচার, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ৩০টি শিরোনামের গবেষণামূলক পুস্তক প্রকাশ ও পুনর্মুদ্রণ করা। ৪. গবেষকগণের চাহিদা অনুযায়ী কুরআনুল কারীম বিশ্বকোষ, আম্বিয়া (আ) বিশ্বকোষ, সাহাবা কেরাম (রা) বিশ্বকোষ এবং আউলিয়া কেরাম (র) বিশ্বকোষ সংক্রান্ত ৯টি শিরোনামের পুস্তক প্রকাশ ও পুনর্মুদ্রণ করা। ইতিমধ্যে প্রকল্প থেকে ১৮৯টি শিরোনামের পুস্তক প্রকাশিত হয়েছে। সৃজনশীল মাসিক পত্রিকা "অগ্রপথিক" এ প্রকল্প থেকে নিয়মিতভাবে প্রকাশ হয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক প্রকল্প পরিচালক হিসেবে এ বিভাগের দায়িত্ব পালন করছেন।