একটি প্রতিষ্ঠানের ভাব-মর্যাদা, কার্যসম্পাদনে গতিশীলতা ও স্বচ্ছতা, সার্বিক সফলতা প্রধানত নির্ভর করে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জনবল-ব্যবস্থাপনা, পরিকল্পনা ও পারঙ্গমতার উপর। ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগ এ ক্ষেত্রে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশাল মহীরুহসদৃশ এই প্রতিষ্ঠানের যাবতীয় প্রশাসনিক ও সংস্থাপন কাজ, জনবল নিয়োগ, বদলী, পদোন্নতি, অবসরোত্তর ছুটি, পেনশন প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বাস্তবায়িত হয় এ বিভাগের মাধ্যমে।বোর্ড অব-গভর্নরস-এর সভা আহবান এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন, সিলেকশন কমিটি, টেন্ডার কমিটি, বোর্ড কর্তৃক গঠিত উপ- কমিটির কার্যক্রম এ বিভাগের দ্বারা বাস্তবায়িত হয়। এছাড়া এ বিভাগ প্রশাসনিক মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, দপ্তরের সাথে যোগাযোগ করে থাকে।