Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০১৯

অনুবাদ ও সংকলন বিভাগ

অনুবাদ ও সংকলন বিভাগ

কুরআনুল কারীমের অনুবাদ, তাফসীর, হাদীসগ্রন্থ ও ইসলামের বিভিন্ন মৌলিক বিষয়ে  বিভিন্ন ভাষায় লিখিত প্রসিদ্ধ, ক্যান্সিক্যাল এবং আধুনিক গ্রন্থাদি অনুবাদ ও সংকলন করা এ বিভাগের কাজ। অনুবাদ ও সংকলন বিভাগের মাধ্যমে সিহাহ্ সিত্তাহর পূর্ণাঙ্গ সেট, যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিযী শরীফ, নাসাঈ শরীফসহ মুয়াত্তা ইমাম মালেক ও মুয়াত্তা ইমাম মুহাম্মদ, তাজরীদুস সিহাহ্ (পুনরাবৃত্তিমুক্ত সহীহ হাদীস) ইত্যাদি হাদীসগ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া অনুবাদ ও সংকলক বিভাগ থেকে তাফসীরে মা‌'আরেফুল কুরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাছীর, তাফসীরে তাবারী, তাফসীরে মাজেদী, তাফসীরে মাযহারী, তাফসীরে উসমানী, তাফসীরে ইবনে আব্বাস, ফতোয়ায়ে আলমগীরী, আল-হিদায়া, আল-বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাস, সীরাতে ইবনে ইসহাক, সীরাতে ইবনে হিশাম, আসাহুস সিয়ার, মসনবী, সীরাতুল মুস্তাফা (সা)-এর বাংলা অনুবাদসহ সীরাত বিষয়ক ১২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত এ বিভাগ থেকে মোট ৩৮৮টি পুস্তক প্রকাশিত হয়েছে। তাফসীরে রূহুল মা'আনী ও সফোয়াতু তাফাসীর ও মাযাহিরে হকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাবের মুদ্রণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একজন পরিচালক এ বিভাগের প্রধানের দায়িত্বে থাকেন।