গবেষণা বিভাগ
ইসলামের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় যেমন কুরআন, হাদীস, ফিকহ, মাসালা-মাসায়েল ও ইসলামী বিষয়সমূহের গবেষণাকর্ম পরিচালনা ও প্রকাশনা, গবেষণালব্ধ বিষয়াবলি পুস্তক আকারে প্রকাশ এবং গবেষণামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এ বিভাগের কার্যাবলীর অনর্ভুক্ত। বাংলাদেশসহ এ অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারের ইতিহাস, দেশবরেণ্য সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদগণের জীবন ও কর্মের উপর গবেষণা কার্যক্রম চালু রয়েছে। ইতোমধ্যে দৈনন্দিন জীবনে ইসলাম, ফাতাওয়া ও মাসায়েল , আল-কুরআনে অর্থনীতি, Scientific Indications in the Holy Quran, Muslim Contribution of science & Technology এবং বিধিবদ্ধ ইসলামী আইন, হাদীস ও সামাজিক বিজ্ঞান, হাদীসের আলেকে হানাফী মাযহাবের তত্ত্ব ও দর্শন, মাসাইলে আহনাফ, আরবী-বাংলা ও বাংলা-আরবী অভিধান, আইন ও সামাজিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে গ্রন্থাদি প্রণয়নসহ বেশ কিছু গুরুত্ব গবেষণা কার্যক্রম এ বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। গবেষণা বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে এ পর্যন্ত ১৬৭টি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশের বিদগ্ধ গবেষকদের মাধ্যমে শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি, আলিয়া মাদ্রাসার পাঠ্যক্রম-পাঠ্যসূচিও পুস্তক পর্যালচনা, ইসলামী দাওয়াত ও খুতবা সংক্রান্ত কার্যক্রম, ইসলামী আইন, আরবী ভাষা কোর্স, তাখাসসুস কোর্স, শিক্ষক প্রশিক্ষণ কোর্স, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরের 'ইসলাম ও নৈতিক শিক্ষা' বিষয়ক পাঠ্যসূচী পর্যালচনা, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম-সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণয়ন, মাষ্টার্স পর্যন্ত দ্বীনী শিক্ষার খসড়া সিলেবাস, হেফজখানা শিক্ষার সিলেবাস, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বশান্তির অন্বেষায় দ্বীনী শিক্ষা, দ্বীনী দাওয়াত ও দ্বীনী সুরক্ষা প্রভৃতি দেশীয় আন্তর্জাতিক সমসাময়কি বিষয়াবলী নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষকগণের গবেষণা ও কর্ম মূল্যায়ন ও গবেষণা কাজের জন্য সহায়ক পরিবেশ এবং এসব গবেষণাধর্মী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশী-বিদেশী বিভিন্ন বিষয়ে রেফারেন্স গ্রন্থ এবং কম্পিউটার ল্যাব বিশিষ্ট 'কুরআন হাদীসের আলোকে বিজ্ঞান ও প্রযুক্তি সেল' নামে গবেষণা বিভাগে একটি গবেষণা সেল খোলা হয়েছে। তাছাড়া ইসলামের মৌলিক বিষয়সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সভা-সেমিনার আয়োজন ও বাস্তবায়ন এ বিভাগের অন্যতম কাজ। "ইসলামী ফাউন্ডেশন পত্রিকা" শীর্ষক একটি গবেষণামূলক ত্রৈমাসিক পত্রিকাও এবিভাগের তত্ত্বাবধানে বিগত ৫৮ বছর ধরে নিয়োমিত প্রকাশিত হয়ে আসছে। পরিচালক, গবেষণা, এ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।