Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০১৯

ইসলামী বিশ্বকোষ বিভাগ

ইসলামী বিশ্বকোষ বিভাগ

দেশের প্রখ্যাত ও প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, আলিম, বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ কর্তৃক বাংলা ভাষায় মৌলিকভাবে লিখিত, অন্য ভাষা থেকে অনূদিত ও সম্পাদিত ইসলামের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়াবলী সম্বলিত "ইসলামী বিশ্বকোষ" প্রকাশ ইসলামী বিশ্বকোষ বিভাগের একটি উদ্দ্যোগ। বাংলা ভাষায় ২ খন্ডে সমাপ্ত সংক্ষইপ্ত ইসলামী বিশ্বকোষ ১৪ খন্ডে সমাপ্তে সীরাত বিশ্বকোষসহ ২৮ খন্ডে সমাপ্ত বৃহত্তর "ইসলামী বিশ্বকোষ" প্রকাশিত হয়েছে। এতে ৪০৪৫টি মৌলিক ও ৯১৪৭টি অনুদিত নিবদ্ধ রয়েছে। এর মধ্যে পবিত্র কুরআনে বর্ণিত নবী-রাসূল, ২৬৪৪ জন সাহাবী (রা), ৪৭৬২ জন বুযুর্গ ও মনীষীর জীবনী অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া আকীদা ও আমল বিষয়ক ২০৮৭টি, গোত্র ও সম্প্রদায় ২৩৪০টি এবং অন্যান্য ১৫৮টি সাকুল্যে ১৩,১৯২টি নিবন্ধ স্থান পেয়েছে। উল্লেখ্য যে, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ওপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম কর্তৃক রচিত ১৫ পৃষ্ঠা ব্যাপি একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ।

ইসলামী বিশ্বকোষ ২য় সংস্করণ ও পুনর্মুদ্রণের কাজ চলছে। ইতোমধ্যে এর ১১টি খ-প্রকাশিত হয়েছে। ১৫ খন্ড সমাপ্ত "সীরাত বিশ্বকোষ"-এর ১৪টি খ-ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং ১৫শ খ- শ্রীঘ্রই প্রকাশিত হবে। প্রকাশিত ১৪টি খন্ডে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম (আ) এবং রসূলুল্লাহ (সা)-এর পূর্ণাঙ্গ জীবনী স্থান পেয়েছে। আল-কুরআনুল কারীমে ব্যবহৃত মৌলিক শব্দাবলীর আলোকে "আল-কুরআনুল কারীম সংক্ষিপ্ত বিশ্বকোষ" শিরোনামে মোট ৬ খন্ডে সমাপ্য বিশ্বকোষ-এর ইতোমধ্যে ১ম থেকে ৫ম খ- প্রকাশিত হয়েছে। বাকী ৬ষ্ঠ খ-প্রকাশের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া ইসলামী শিশু-কিশোর বিশ্বকোষ, ছোটদের আল-কুরানুল কারীমের শব্দকোষ (বাংলা বর্ণভিত্তিক) ও সীরাত বিশ্বকোষ নিবন্ধসূচি প্রকাশের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বর্তমান মহাপরিচালক মহোদয়ের উদ্দ্যোগে এ বিভাগ থেকে ফাতাওয়া ইসলামিক ফাউন্ডেশন, সাহাবায়েকেরাম বিশ্বকোষ, আউলিয়ায়ে কেরাম (র.) বিশ্বকোষ প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। একজন পরিচালক এ বিভাগের ইসলামী বিশ্বকোষ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।